-->

NIOS dled পরীক্ষায় বসার আগে এই কটি বিষয় অবশ্যই জেনে রাখুন

Advertisemen

INSTRUCTIONS FOR LEARNERS AND CENTRE SUPERINTENDENTS



২.১ শিক্ষার্থী শিক্ষককে অবশ্যই নিম্নলিখিত বিষয়গুলি পরীক্ষাকেন্দ্রে আনতে হবে –

  ক । NIOS ওয়েবসাইট থেকে ডাউনলোড করা হল টিকিট / অ্যাডমিট কার্ড অথবা NIOS HQ / NIOS REGIONAL  অফিস থেকে প্রাপ্ত বিশেষ অনুমোদন ।karmasathe.com

  খ । NIOS প্রদত্ত বৈধ পরিচয় পত্র – যদি পরীক্ষার্থী এই পরিচয়পত্র হারিয়ে ফেলেন সেক্ষেত্রে পরীক্ষার আগে পর্যন্ত NIOS ওয়েবসাইট থেকে নতুন করে পরিচয়পত্র ডাউনলোড করতে পারবেন । karmasathe.com

  (গ ) পরীক্ষার জন্য প্রয়োজনীয় পেন , পেনসিল কালি এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র – শুধুমাত্র কালো এবং নীল কালি ব্যবহার করা যাবে । এর বাইরে হেডিং লেখার জন্য লাল কালি ব্যবহার করা যেতে পারে । এছাড়া অন্য কোন কালি ব্যবহার করা যাবে না ।karmasathe.com

  ঘ । এক্সাম হলের মধ্যে কোনরকম ইলেকট্রনিক যন্ত্রপাতি , যেমন – ক্যালকুলেটর , টেপ রেকর্ডার , মোবাইল ফোন ব্যবহার করা যাবে না । তবে প্রতিবন্ধীদের জন্য এই নিয়মের কিছু ব্যতিক্রম রয়েছে ।

karmasathe.com

২.২ পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগে পরীক্ষা কক্ষ খোলা হবে । ৩০ মিনিটের বেশি দেরি করলে তিনি পরীক্ষা দেওয়ার যোগ্য হবেন না ।

karmasathe.com

২.৩ প্রশ্নপত্র দোভাষী হবে  । যথা – ইংরাজি ও হিন্দি / ইংরাজি ও আঞ্চলিক ভাষা । মিডিয়াম অনুসারে পরিক্ষক আসনবিন্যাস (seating arrangement) ঠিক করবেন । পরীক্ষাকেন্দ্রের প্রবেশমুখে একটি চার্ট ঝোলানো থাকবে যেখানে প্রতিটি শিক্ষার্থী শিক্ষকের রোল নম্বর এবং তার জন্য বরাদ্দ কক্ষ সম্পর্কে সুস্পষ্ট তথ্য থাকবে । প্রত্যেক শিক্ষার্থী শিক্ষকের জন্য রোল নম্বর সহিত তার আসন চিহ্নিত করা থাকবে । প্রত্যেককে তার নিজের জন্য বরাদ্দ আসন খুঁজে নিয়ে সেখানেই বসতে হবে । প্রতিবন্ধীরা এই কাজে সহযোগিতা পাবেন । karmasathe.com

২.৪ পরীক্ষা চলাকালীন পরিদর্শকের অনুমতি ছাড়া কোন পরিক্ষার্থী তার আসন তথা পরীক্ষা কক্ষ ত্যাগ করতে পারবেন না । কথা বলতে পারবেন না । যদি পরিদর্শকের সাথে কথা বলার প্রয়োজন হয় সেক্ষেত্রে পরিক্ষার্থী নিজের জায়গায় উঠে দাড়িয়ে পরিদর্শকের দৃষ্টি আকর্ষন করবেন । যদিও প্রতিবন্ধীরা এবিষয়ে বিশেষ ছাড় পাবেন ।

২.৫ পরীক্ষা শুরুর প্রথমেই পরিক্ষার্থীকে তার উত্তরপত্রের ও.এম.আর সিটে নিজের বিষয় , তারিখ ও বার , প্রশ্নপত্রের সেট নাম্বার , প্রশ্নপত্রের কোড নাম্বার এবং মিডিয়াম অর্থাৎ কোন ভাষায় পরীক্ষা দেবেন ইত্যাদি লিখতে হবে । karmasathe.com

২.৬ প্রতিটি প্রশ্নপত্র দোভাষী হবে । যেমন – ইংরাজি ও হিন্দি / ইংরাজি ও আঞ্চলিক ভাষা । যদিও পরিক্ষার্থী সংবিধানের অষ্টম তফশিলে বর্নিত যে কোন একটি ভাষায় উত্তর লিখতে পারেন । তাঁকে অবশ্যই উত্তরপত্রের নির্দিস্ট জায়গায় মিডিয়াম অর্থাৎ কোন ভাষায় উত্তর লিখছেন তা নির্দেশ করতে হবে । karmasathe.com

২.৭ যদি পরিক্ষার্থী উত্তরপত্রে প্রদত্ত নির্দিস্ট জায়গার বাইরে নিজের নাম লেখেন  । অথবা কোন বিশেষ চিহ্ন ব্যবহার করেন সেক্ষেত্রে তার উত্তরপত্রটি বাতিল করা হতে পারে ।

২.৮ পরীক্ষা সময়ের শেষে পরিদর্শকের কাছে প্রত্যেক পরিক্ষার্থী তার উত্তরপত্র জমা দিতে বাধ্য থাকবেন । যদি উত্তরপত্র লেখার কোন অংশ বাকি থাকে তা সত্ত্বেও জমা দিতে হবে । karmasathe.com

২.৯ যে উত্তরপত্র দেওয়া হবে তার মধ্যেই উত্তর লিখতে হবে এবং উত্তরপত্রে দুপিঠেই লেখা যাবে । উত্তরপত্রের কোন পাতা ছিঁড়লে নতুন করে আর কোন উত্তরপত্র দেওয়া হবে না ।

২.১০ পরীক্ষা কেন্দ্রে ধূমপান , তামাক সেবন অথবা মদ্যপান সম্পুর্নরূপে নিষিদ্ধ ।  পরীক্ষা চলাকালীন এই ধরনের ঘটনা ঘটলে পরীক্ষা কেন্দ্রের অধিকর্তা তাঁকে পরীক্ষাকেন্দ্র থেকে বহিষ্কৃত করবেন । karmasathe.com


সম্পুর্ন লেখাটির PDF  ফাইল ডাউনলোড করুন এখানে ক্লিক করে

Advertisemen

Disclaimer: Gambar, artikel ataupun video yang ada di web ini terkadang berasal dari berbagai sumber media lain. Hak Cipta sepenuhnya dipegang oleh sumber tersebut. Jika ada masalah terkait hal ini, Anda dapat menghubungi kami disini.
Related Posts
Disqus Comments
© Copyright 2017 NIOS NEWS - All Rights Reserved - Template Created by goomsite & Kaizen Template - Proudly powered by Blogger