Advertisemen
INSTRUCTIONS FOR LEARNERS AND CENTRE SUPERINTENDENTS
২.১ শিক্ষার্থী শিক্ষককে অবশ্যই নিম্নলিখিত বিষয়গুলি পরীক্ষাকেন্দ্রে আনতে হবে –
ক । NIOS ওয়েবসাইট থেকে ডাউনলোড করা হল টিকিট / অ্যাডমিট কার্ড অথবা NIOS HQ / NIOS REGIONAL অফিস থেকে প্রাপ্ত বিশেষ অনুমোদন ।karmasathe.com
খ । NIOS প্রদত্ত বৈধ পরিচয় পত্র – যদি পরীক্ষার্থী এই পরিচয়পত্র হারিয়ে ফেলেন সেক্ষেত্রে পরীক্ষার আগে পর্যন্ত NIOS ওয়েবসাইট থেকে নতুন করে পরিচয়পত্র ডাউনলোড করতে পারবেন । karmasathe.com
(গ ) পরীক্ষার জন্য প্রয়োজনীয় পেন , পেনসিল কালি এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র – শুধুমাত্র কালো এবং নীল কালি ব্যবহার করা যাবে । এর বাইরে হেডিং লেখার জন্য লাল কালি ব্যবহার করা যেতে পারে । এছাড়া অন্য কোন কালি ব্যবহার করা যাবে না ।karmasathe.com
ঘ । এক্সাম হলের মধ্যে কোনরকম ইলেকট্রনিক যন্ত্রপাতি , যেমন – ক্যালকুলেটর , টেপ রেকর্ডার , মোবাইল ফোন ব্যবহার করা যাবে না । তবে প্রতিবন্ধীদের জন্য এই নিয়মের কিছু ব্যতিক্রম রয়েছে ।
karmasathe.com
২.২ পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগে পরীক্ষা কক্ষ খোলা হবে । ৩০ মিনিটের বেশি দেরি করলে তিনি পরীক্ষা দেওয়ার যোগ্য হবেন না ।
karmasathe.com
২.৩ প্রশ্নপত্র দোভাষী হবে । যথা – ইংরাজি ও হিন্দি / ইংরাজি ও আঞ্চলিক ভাষা । মিডিয়াম অনুসারে পরিক্ষক আসনবিন্যাস (seating arrangement) ঠিক করবেন । পরীক্ষাকেন্দ্রের প্রবেশমুখে একটি চার্ট ঝোলানো থাকবে যেখানে প্রতিটি শিক্ষার্থী শিক্ষকের রোল নম্বর এবং তার জন্য বরাদ্দ কক্ষ সম্পর্কে সুস্পষ্ট তথ্য থাকবে । প্রত্যেক শিক্ষার্থী শিক্ষকের জন্য রোল নম্বর সহিত তার আসন চিহ্নিত করা থাকবে । প্রত্যেককে তার নিজের জন্য বরাদ্দ আসন খুঁজে নিয়ে সেখানেই বসতে হবে । প্রতিবন্ধীরা এই কাজে সহযোগিতা পাবেন । karmasathe.com
২.৪ পরীক্ষা চলাকালীন পরিদর্শকের অনুমতি ছাড়া কোন পরিক্ষার্থী তার আসন তথা পরীক্ষা কক্ষ ত্যাগ করতে পারবেন না । কথা বলতে পারবেন না । যদি পরিদর্শকের সাথে কথা বলার প্রয়োজন হয় সেক্ষেত্রে পরিক্ষার্থী নিজের জায়গায় উঠে দাড়িয়ে পরিদর্শকের দৃষ্টি আকর্ষন করবেন । যদিও প্রতিবন্ধীরা এবিষয়ে বিশেষ ছাড় পাবেন ।
২.৫ পরীক্ষা শুরুর প্রথমেই পরিক্ষার্থীকে তার উত্তরপত্রের ও.এম.আর সিটে নিজের বিষয় , তারিখ ও বার , প্রশ্নপত্রের সেট নাম্বার , প্রশ্নপত্রের কোড নাম্বার এবং মিডিয়াম অর্থাৎ কোন ভাষায় পরীক্ষা দেবেন ইত্যাদি লিখতে হবে । karmasathe.com
২.৬ প্রতিটি প্রশ্নপত্র দোভাষী হবে । যেমন – ইংরাজি ও হিন্দি / ইংরাজি ও আঞ্চলিক ভাষা । যদিও পরিক্ষার্থী সংবিধানের অষ্টম তফশিলে বর্নিত যে কোন একটি ভাষায় উত্তর লিখতে পারেন । তাঁকে অবশ্যই উত্তরপত্রের নির্দিস্ট জায়গায় মিডিয়াম অর্থাৎ কোন ভাষায় উত্তর লিখছেন তা নির্দেশ করতে হবে । karmasathe.com
২.৭ যদি পরিক্ষার্থী উত্তরপত্রে প্রদত্ত নির্দিস্ট জায়গার বাইরে নিজের নাম লেখেন । অথবা কোন বিশেষ চিহ্ন ব্যবহার করেন সেক্ষেত্রে তার উত্তরপত্রটি বাতিল করা হতে পারে ।
২.৮ পরীক্ষা সময়ের শেষে পরিদর্শকের কাছে প্রত্যেক পরিক্ষার্থী তার উত্তরপত্র জমা দিতে বাধ্য থাকবেন । যদি উত্তরপত্র লেখার কোন অংশ বাকি থাকে তা সত্ত্বেও জমা দিতে হবে । karmasathe.com
২.৯ যে উত্তরপত্র দেওয়া হবে তার মধ্যেই উত্তর লিখতে হবে এবং উত্তরপত্রে দুপিঠেই লেখা যাবে । উত্তরপত্রের কোন পাতা ছিঁড়লে নতুন করে আর কোন উত্তরপত্র দেওয়া হবে না ।
২.১০ পরীক্ষা কেন্দ্রে ধূমপান , তামাক সেবন অথবা মদ্যপান সম্পুর্নরূপে নিষিদ্ধ । পরীক্ষা চলাকালীন এই ধরনের ঘটনা ঘটলে পরীক্ষা কেন্দ্রের অধিকর্তা তাঁকে পরীক্ষাকেন্দ্র থেকে বহিষ্কৃত করবেন । karmasathe.com
সম্পুর্ন লেখাটির PDF ফাইল ডাউনলোড করুন এখানে ক্লিক করে
Advertisemen